কলারোয়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
মুজিব শতবর্ষ উপলক্ষে কলারোয়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথ্যন-২১ এর অংশ হিসেবে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সৌজন্যে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতাটি উপজেলার ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে দৌড় শুরু করে বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে এসে শেষ হয়। প্রতিযোগিতায় ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও ক্রীড়াবিদরা অংশ নেন। অনলাইনে রেজিস্ট্রেশন ভূক্ত ৫ কি.মি. ব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৫ শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন বলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ সাংবাদিকদের জানান।
দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক ছামসুল হক, ক্রীড়া সংগঠক সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রহিম বাবু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া থানার এসআই ইস্রাফিল হোসেন, এএসআই কামাল হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার আব্দুল ওহাব মামুন,প্রভাষক মিজানুর রহমান, ফারুক হোসেন স্বপন, ক্রীড়া পরিচালক সুভাষ চন্দ্র, আবু সাঈদসহ থানা পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য, সাংবাদিক, স্কাউটার ও সেবা’র স্বেচ্ছাসেবকবৃন্দ।
কেআই//