পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী দিনাজপুরের কৃষকেরা (ভিডিও)
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
আমনের ভালো দাম পেয়ে পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী হয়েছেন দিনাজপুরের কৃষকেরা। দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মৌসুমের শুরু থেকেই জমিতে সেচ দিতে হচ্ছে তাদের। কৃষকরা জানান, ন্যায্যমূল্য নিশ্চিত হলে বোরো আবাদেও লাভবান হতে পারবেন তারা।
ভোরবেলায় শীতের আমেজ কাটেনি এখনও উত্তরের জেলা দিনাজপুরে। কিন্তু বিরাম নেই কৃষকের। জমিতে বোরোর চারা রোপণে ব্যস্ত তারা।
গত আমন মৌসুমে ফলনের সাথে ধানের ভালো দাম পেয়েছেন কৃষকেরা। শ্রম ও খরচ একটু বেশি হলেও ধান আবাদেই আগ্রহ তাদের।
কৃষকরা জানান, বোরো ধানের আবাদে খরচ অনেক বেশি, সরকার তো ওই তুলনায় দেয় না। আমাদের সবচেয়ে বড় খরচ সেচে। বোরো আবাদে ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়, এটা হবেই এ থেকে মাপ নেই।
কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে ৬০ ভাগের বেশি জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। সার-কীটনাশকসহ বোরো আবাদে প্রয়োজনীয় উপকরণের কোন সংকট নেই।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল বলেন, সার, বীজ এবং অন্য যেসকল উপাদান ধান রোপণকে কেন্দ্র করে লাগে, কোনটারই কোন অভাব নেই আমাদের জেলায়। আমরা আশা করছি, এভাবে যদি চলে তাহলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভালো সফলতা আনতে পারবো।
চলতি বছর দিনাজপুর জেলায় ১ লাখ ৭১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভিডিও-
এএইচ/