ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পরীক্ষার জন্য বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

অনার্স ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসহ বিগত থাকা সকল পরীক্ষার তারিখ মার্চের প্রথম সপ্তাহে ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। সড়ক অবরোধের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেই তাদের পরীক্ষার সময়সূচি পেয়েছে। এজন্য তারাও জেনে গেছেন আন্দোলন ব্যতীত দাবি আদায় হবে না।

পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে কলেজ অধ্যক্ষের সাথে কথা বলে। তারা জানায়, আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্ধ থাকা পরীক্ষা নেয়ার ঘোষণা না দিলে কলেজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিবে।

এএইচ/