মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মার্চ-এপ্রিল এই দুই মাস ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
আজ সোমবার (১ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
ইলিশের অভাশ্রম থাকায় এ দুই নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১শ’ কিলোমিটার জলসীমা নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে।
এদিকে দুই মাস ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়ার শঙ্কায় জেলার দুই লাখের অধিক জেলেরা। ইতিমধ্যে বিকল্প কর্মসংস্থান খুঁজতে শুরু করেছেন কেউ কেউ।
তবে ঝাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ভোলার নিবন্ধিত জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
এএইচ/ এসএ/