ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৮ ১৪৩১

করোনায় ক্ষতিগ্রস্ত ৩শ’ পরিবারকে আথির্ক সহায়তা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার

নওগাঁর ধামইরহাটে করোনার কারণে ক্ষতিগ্রস্ত ৩শ’ পরিবারকে আথির্ক সহায়তা বাবদ নগদ ৯ লাখ টাকা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১ মার্চ) ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম, প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। 

এ উপলক্ষে বিমল কুমার রুরাম বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত উপজেলার আলমপুর, ধামইরহাট, জাহানপুর, উমার ও ধামইরহাট পৌর এলাকার হতদরিদ্র ৩শ’ পরিবারের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। যাতে করে তারা বাড়িতে গবাদিপশু ক্রয় করে সেগুলো লালন-পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন।

এএইচ/