ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মহেশ খালের বাঁধ অপসারণের সিদ্ধান্ত

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মহেশ খালের উপর নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুপুরে নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন , চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিটি মেয়র আ জ ম নাছির এক সাপ্তাহের মধ্যে খালের মুখে স্লুইস গেইট নির্মাণ করতে বন্দর কর্মকর্তাদের নির্দেশনা দেন। জোয়ারের পানি প্রবেশ বন্ধে দু’ বছর আগে মহেশ খালের মুখে অস্থায়ী বাধঁ নির্মাণ করা হয়। এতে বন্ধ হয়ে যায় নগরীর পানি নিস্কাষনের পথ।
সিংক: আ জ ম নাছির উদ্দিন, মেয়র, সিটি কর্পোরেশন