সেপটিক ট্যাংকে বিষ্ফোরণ : দোকান ক্ষতিগ্রস্ত, আহত ১
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০০ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি মার্কেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান ক্ষতিগ্রস্ত এবং এক শ্রমিক আহত হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু।
সোমবার (১ মার্চ) রাতে উপজেলার বাগমারা বাজারের হাজী শফিউদ্দিন সুপার মার্কেটের দোলা ডেন্টাল কেয়ারের ভেতরের সেপটিক ট্যাংকটি বিষ্ফোরিত হয়। এতে মোঃ রানা নামের একজন আহত হয়েছেন।
চুক্তিতে সেপটিক ট্যাংকটি পরিষ্কার করার কাজ করছিলেন রানা। সে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী বাগমারা বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির কার্যকরী সদস্য মোঃ শাহজাহান জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই মার্কেটের নিচ তলায় দোলা ডেন্টাল কেয়ারের ভেতরে থাকা সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে মেশিন দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিলে হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে ট্যাংকের ঢাকনা উড়ে যায় এবং ডেন্টাল কেয়ারের একাংশের সম্পূর্ণ গ্লাস, সিলিং থাই, দুটি ফ্যান, ছয়টি লাইট ও সাইনবোর্ডসহ বিভিন্ন সরঞ্জামাদি ভেঙ্গে যায়।
এসময় শ্রমিক রানা দোকানের বাহিরে থাকায় সে সামান্য আহত হয়েছে।
বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেন্টু জানান, ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার কোনো মাধ্যম না থাকায় এই বিষ্ফোরণের ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোলা ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ডাঃ সাদ্দাম জানান, দুর্ঘটনায় তার লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জলিল জানান, বিষয়টি সম্পর্কে কেউ থানাকে অবহিত করেনি।
এএইচ/এসএ/