ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রমজান উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:২২ এএম, ২ জুন ২০১৭ শুক্রবার

রমজান উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি। গত সপ্তাহে এই বন্দর দিয়ে এসেছে প্রায় সাড়ে ৭ হাজার টন পেঁয়াজ। এখান থেকে পাইকারি ব্যবসায়িরা পেঁয়াজ কিনছেন ১২ থেকে ১৪ টাকা কেজি দরে। আমদানিকারকরা বলছেন, কিছু অসাধুু ব্যবসায়ি অযৌক্তিকভাবে দাম বাড়ানোর কারণে, রাজধানীসহ বড় শহরগুলোতে বেশি দামে ভোক্তাদের পেঁয়াজ কিনতে হচ্ছে। হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বকুলের রিপোর্ট; জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।

রমজান এলেই দেশে বেড়ে যায় পেঁয়াজের চাহিদা। বাড়তি চাহিদার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমান পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়িরা। কাষ্টমসের হিসেব মতে, গত এক সপ্তাহে ৭ হাজার মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ আমদানি হয়েছে।

এদিকে, পেঁয়াজ কিনতে দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতাদের সমাগম বেড়েছে হিলি বন্দরে। এখান থেকে পেঁয়াজ পাঠানো হচ্ছে রাজধানী সহ বড় শহরগুলোতে।
হিলি বন্দরে পেঁয়াজের পাইকারি দর প্রতি কেজি ১২ থেকে ১৪ টাকা। তবে, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য বেশি হওয়ার কারণ হিসেবে অসাধু ব্যবসায়িদের কারসাজিকে দায়ি করেছেন আমদানিকারকরা।
পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বন্দরের ব্যবসায়িরা।