ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

চট্টগ্রামের ব্যবসায়িরা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১১ পিএম, ২ জুন ২০১৭ শুক্রবার

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়িরা। তবে, ভ্যাটের হার ১৫ শতাংশের পরিবর্তে সহনীয় পর্যায়ে আনার দাবি জানিয়েছেন তারা। শুধু বাজেট ঘোষণা নয়, তা যথাযথভাবে বাস্তবায়ন করাও জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা।
প্রস্তাবিত জাতীয় বাজেটে চট্টগ্রামের উন্নয়নের জন্য রয়েছে একগুচ্ছ প্রস্তাব।
চট্টগ্রামের যানজট নিরসনে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকায় একে জনমুখী বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতারা। পাশাপাশি ভ্যাটের হার ১৫ শতাংশের নিচে আনারও দাবি জানান তারা।
একই কথা বলছেন তৈরি পোশাক রফতানীকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা। প্রস্তাবিত বাজেটে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, তা অর্জনে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং অবকাঠামোগত সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
তবে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা।
বাজেট পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে দেশ উন্নয়নের কাংখিত লক্ষ্যে পৌঁছাবে বলেও মনে করেন তারা।