ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

চট্টগ্রামে কয়েক লাখ মানুষ পানিবন্দি

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৪ পিএম, ২ জুন ২০১৭ শুক্রবার

পানিবন্দি হয়ে আছে বন্দর নগরী চট্টগ্রামে কয়েক লাখ মানুষ। মহেষখালের উপর নির্মিত বাঁধ অপসারণের সিদ্ধান্ত নেয়ার পরও তা কার্যকর না হওয়ায় আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ, হালিশহর, বন্দর এলাকায় চার দিন ধরে পানিবন্দি লাখো মানুষ। ফলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রশাসন ও সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে এ’সব মানুষ।
চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাষনের অন্যতম প্রধান খাল মহেশখালের মুখে বাঁধ দেয়া হয় দু’ বছর আগে। ২০১৫ সালে নগরবাসীকে জোয়ারের পানি থেকে রক্ষা করতে বাঁধটি নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে পরিস্থিতির আরো অবনতি হয়। জোয়ারের পানি প্রবেশ বন্ধ হলেও নগরীর পানি নিষ্কাষনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চারটি ওয়ার্ডের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি। বৈঠকে বাঁধ অপসারণের সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার জন্য প্রশসানকে দুষছে বাসিন্দারা। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়েছে তারা।
একই কথা বলছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও।
এদিকে, নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জলাবদ্ধতা হচ্ছে বলে মনে করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।