গোপালগঞ্জের ক্যাথলিক চার্চে বোমা হামলা ট্র্যাজেডির ১৭-তম বার্ষিকী
প্রকাশিত : ০৯:২৫ এএম, ৩ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:২৬ পিএম, ৩ জুন ২০১৭ শনিবার
গোপালগঞ্জের মুকসুদপুরে বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলা ট্র্যাজেডির ১৭-তম বার্ষিকী আজ।
২০০১ সালের এই দিনে সকাল ৭টায় সাপ্তাহিক প্রার্থনা চলার সময় বোমা হামলায় ১০ জন নিহত হয়। আহত হয় ৫০ জনের বেশি। সেদিনই গীর্জার তৎকালীন ফাদার পিতাঞ্জা মিম্মো ও গীর্জার সম্পাদক পিটার বৈরাগী বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেন। কিন্তু, এখনো মামলা দু’টির চার্জশিট দিতে পারেনি সিআইডি পুলিশ। এদিকে, দীর্ঘদিনেও বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছে নিহতদের পরিবারগুলো। দিবসটি উপলক্ষে নিহতদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, প্রার্থনা সভা এবং শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।