দুর্নীতি আর দালাল চক্রের হাতে বন্দী বরগুনার আঞ্চলিক পাসপোর্ট অফিস
প্রকাশিত : ০৯:২৬ এএম, ৩ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:১৭ পিএম, ৩ জুন ২০১৭ শনিবার
দুর্নীতি আর দালাল চক্রের হাতে বন্দী বরগুনার আঞ্চলিক পাসপোর্ট অফিস। সংঘবদ্ধ দালাল চক্র আর অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারির যোগসাজশে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে বাড়তি টাকা। অভিযোগ রয়েছে, অতিরিক্ত টাকা না দিলে ফাইল ঘুরতে থাকে দিনের পর দিন।
কম সময়ে পাসপোর্ট করিয়ে দেয়ার শর্তে এক ব্যাংক কর্মকর্তার কাছে ৬ হাজার ৫শ’ টাকা দাবির অভিযোগ উঠে ইকবাল নামে এই ব্যক্তির বিরুদ্ধে। বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ইকবালের দেখা মিললেও একুশের ক্যামেরা দেখে দ্রুত পালিয়ে যান তিনি।
অভিযোগ রয়েছে, নিজে আবেদন ফরম পূরণ করলে পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নানান অজুহাতে আবেদনপত্র ফেরত দেন। তবে, দালালদের মাধ্যমে আবেদন করলে সহজেই মেলে পাসপোর্ট।
অফিসের অনিয়ম দুর্নীতি আর দালাল চক্র প্রতিরোধে সচেষ্ট বলে জানালেন পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা।
সরকারি নিয়ম অনুযায়ি ব্যাংকের মাধ্যমে সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার পাঁচশ’ পঞ্চাশ টাকা এবং জরুরি পাসপোর্টের জন্য সাত হাজার টাকা জমা দিতে হয়। আবেদন করার পর ২১ দিন আর জরুরি ক্ষেত্রে ১১ দিনের মধ্যে পাসপোর্ট সরবরাহ করার নিয়ম রয়েছে। তবে, অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত সময়ে মেলে না পাসপোর্ট।