ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ভ্রমণকন্যাদের নারী দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার

নারীদের ভ্রমণ ভিত্তিক সংগঠন 'ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যা' এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৮ মার্চ) নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশের সকল বিভাগে একযোগে দিবসটি উদযাপন করে তারা।

দিবসটি উপলক্ষ্যে সংগঠনটির নতুন প্রকল্প 'নারীর চোখে বাংলাদেশ' এর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সুন্দর ও সাফল্যময় বাংলাদেশ গড়তে এ প্রকল্পের অধীনে সদস্যগণ খাদ্য, পুষ্টি, আত্মরক্ষা, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে মেয়েদের সাথে কথা বলে থাকেন। প্রতিটি বিভাগে সারাদিন ব্যাপী এ সকল বিষয়ে কথা বলা ছাড়াও চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

এ বিষয়ে প্রকল্পের ঢাকা বিভাগীয় প্রধান সুখী সুলতানা বলেন, 'আমরা আমাদের গত প্রজেক্টে দেশের ৬৪ টি জেলাতে অন্ততপক্ষে একটি করে স্কুলে প্রোগ্রাম করেছি। আগামীতে আমরা দেশের সকল উপজেলায় অন্তত ৫টি স্কুলে খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও বাল্যবিবাহ নিয়ে প্রোগ্রাম করতে যাচ্ছি। একইসাথে প্রতিটি স্কুলে আত্মরক্ষার উপর একটি করে করবো। মেয়েদের সঠিক জ্ঞানে শিক্ষিত করে কুসংস্কার থেকে বের করে আনতে পারলেই এগোবে দেশ ও জাতি'।

নারীদের ভ্রমণে উৎসাহিত করে তোলার জন্য এটিই বাংলাদেশের প্রথম সংগঠন। প্রায় ৫০ হাজারেরও অধিক সদস্য নিয়ে শুরু হয়েছে সংগঠনটির নতুন প্রকল্প 'নারীর চোখে বাংলাদেশ'।

উল্লেখ্য, ২০১৬ সালে আত্মপ্রকাশ হওয়া নারীর চোখে বাংলাদেশ নামের এই সংগঠনটি তাদের ব্যতিক্রমী কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে দেশের অন্যতম 'জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড' লাভ করার গৌরব অর্জন করে।

এসি