ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আজ মাঠে নামছে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৩ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০১:২৮ পিএম, ৩ জুন ২০১৭ শনিবার

ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়। এ পর্যন্ত ৯ বার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী। সর্বশেষ চ্যাম্পিয়নও তারা। আর শেখ জামালের জন্যও ফেডারেশন কাপের ট্রফি নতুন নয়। তারাও জিতেছে তিনবার। তবে, পরিসংখ্যানের দিক দিয়ে আবাহনী এগিয়ে থাকলেও ফাইনালে উঠার লড়াইয়ে নিজেদের সেরাটুকু দিয়েই খেলতে চায় শেখ জামাল। অন্যদিকে, প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী।