ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহমুদ উস সামাদ গত ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন তিনি। কিছুটা অসুস্থতা বোধ করায় ৭ মার্চ এর কোনো অনুষ্ঠানে যোগ দেননি। ওই দিন ঢাকায় ফেরার পথে বিমানে ওঠার সময় বেশি অসুস্থতা অনুভব করলে সেখান থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর সোমবার করোনা পরীক্ষার নমুনা দিলে ফলাফল  পজিটিভ আসে।

এসি