সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস আজ। ১৯৯২ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে মিছিল করে গণতান্ত্রিক ছাত্র ঐক্য। তখন মিছিলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের তৎকালীন সমাজকল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন হোসেন রাজু।
রাজুসহ সন্ত্রাসবিরোধী আন্দোলনের সব শহীদের স্মরণে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মিত হয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য। দিবসটি উপলক্ষে আজ টিএসসি সড়কদ্বীপে রাজু ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে।
জানা গেছে, রাজু ভাস্কর্য ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ. কে. আজাদ চৌধুরী উদ্বোধন করেন। ভাস্কর্য নির্মাণে জড়িত ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী ও সহযোগী গোপাল পাল। নির্মাণ ও স্থাপনে অর্থায়নে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউদ্দিন খান (আতা খান) ও মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি, লায়ন নজরুল ইসলাম খান বাদল। ভাস্কর্যটির সার্বিক তত্ত্বাবধানে নয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
এসএ/