ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলা উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

বাংলা ভাষার শুদ্ধ চর্চার লক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে “বাংলা উৎসব” অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত ওই উৎসবের আয়োজন করে “রাজবাড়ী একাডেমি”। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্ধোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।

দিনব্যাপী অনুষ্ঠানে হাতের সুন্দর লেখা, কুইজ, চিত্রাংকন, শব্দদ্বারা বাক্য গঠন, বানান সংশোধন, মানচিত্রে স্থান শনাক্তকরণ, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, দেয়াল পত্রিকা, ছড়া লিখনসহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ উৎসবে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে এবং ৩৫টি বিষয়ে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ওই সব প্রতিযোগিতায় অংশ নেয়।
কেআই//