ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

পূবাইলে স্থানীয় ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৫ মার্চ ২০২১ সোমবার | আপডেট: ১০:০৫ এএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

গাজীপুর মহানগরীর পূবাইলের ৩৯নং ওয়ার্ডে জমকালো আয়োজনে এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ খেলার আয়োজন করে স্থানীয় হায়দরাবাদ সুগন্ধা স্পোর্টিং ক্লাব। 

শুক্রবার দিনভর বর্ণাঢ্য এই আয়োজনে আরও ছিল সুগন্ধা স্পোর্টিং ক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সদস্যদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ, অতিথি ও দর্শকদের নিয়ে হাঁড়িভাঙা এবং সতীনের ছেলে খেলার আয়োজন। এই আয়োজন ঘিরে তরুণ ক্রীড়ামোদীদের মেলা বসে হায়দরাবাদে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে সকাল থেকেই মাঠে এসে হাজির হন দর্শকরা। 

সকালে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয়- আমতলী স্পোর্টিং ক্লাব ও শুকুন্দিরবাগ স্পোর্টিং ক্লাব। খেলায় আমতলী স্পোর্টিং ক্লাব আগে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ১৯২ রান করে। বিশাল এই স্কোরের নিচে চাপ পড়ে শুকুন্দিরবাগ স্পোর্টিং ক্লাবের ইনিংস বেশি দূর এগোয়নি।

বিকালে সুগন্ধা স্পোর্টিং ক্লাবের সাবেক ও নবীন সদস্যদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ খেলা ঘিরে জ্যেষ্ঠ ও নবীনদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। সময় ও জীবিকার তাগিদে ব্যাট-প্যাড তুলে রাখা ক্লাবের সাবেক সদস্যরা এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে নামেন। সাবলীল ব্যাট-বলের লড়াইয়ে খেলা জমিয়ে তোলেন তারা। একপর্যায়ে নবীন-প্রবীণদের খেলা হয়ে ওঠে চরম উত্তেজনাপূর্ণ।  

এর পর অতিথি ও দর্শকদের জন্য দুটি ইভেন্টের আয়োজন করেন সুগন্ধা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। চোখ বাঁধা অবস্থায় হাতে লাঠি নিয়ে হাঁড়ি ভাঙতে যান প্রবীণ-মধ্য বয়সীরা। দর্শকরা এ সময় মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন না দেখে দূর থেকে হাঁড়িতে লাঠি দিয়ে আঘাত করার এ খেলায় নবীনদের চেয়ে পারদর্শিতায় এগিয়ে থাকেন প্রবীণরা। 

এর পর দর্শক ও অতিথিদের নিয়ে শুরু হয় সতীনের ছেলে খেলা (পিলো পাসিং)।

সবশেষে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট সেরা দল ১২ হাজার ও রানারআপ দল ৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন অতিথিদের কাছ থেকে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও বিজিএমইএর সদস্য একেএম সাইফুর রহমান ফরহাদ। সভাপতিত্ব করেন, গাজীপুর সিটির ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীনুল আলম মৃধা। উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের সম্পত্তিবিষয়ক কর্মকর্তা নূরুজ্জামান মৃধা। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন। পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন ও মামুন সরকার। 

খেলায় বিশেষ অতিথি ছিলেন রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ ইকবাল, হাজী ইসমাইল হোসেন, রুহুল আমিন ও বশির আহম্মেদ। বর্ণাঢ্য এই আয়োজনের মূল পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর ও শিফট ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শামীম আলম মৃধা, রকিবুল হাসান, নাসির উদ্দিন, দুলাল হোসেন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, ডা. এমএ হানিফ, হাবিবুর রহমান, মোশারফ হোসেন, মাহবুবুর রহমান, ফাইজুল ইসলাম, আলী আহম্মেদ লিটন, নজরুল, আবদুস সাত্তার, আবদুস সালাম, সাইফুল ও ইকবাল হোসেন। 

জমকালো এ খেলার আয়োজন করেন, সোহেল, তুহিন, শহীদুল, মেহেদী, সোলায়মান, জাহিদুল, রবিউল, ইমরান, নাজমুল, নাঈম, কবির, আল-আমিন, আ. গাফফার, রিয়াদ সহ আরও বেশ কয়েকজন তরুণ । 

প্রসঙ্গত, সুগন্ধা স্পোর্টিং ক্লাব হায়দরাবাদ মধ্যপাড়ায় ১৯৯৪-৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রায়ই খেলা ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে তারা। 

এসএ/