ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

পচা-দুর্গন্ধযুক্ত চাল বিক্রির মামলায় তিনজনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

নাটোরের বড়াইগ্রামে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রি ও সংরক্ষণ মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এই আদেশ দেন।

২০১১ সালের ৮ জুলাই বড়াইগ্রাম পৌরশহরের কালিকাপুর এলাকায় চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার পচা ও দুগন্ধযুক্ত চাল বিক্রি এবং সংরক্ষণ করেন। এই খবর পাওয়ার পর তৎকালীন স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে ওই চাতালে অভিযান পরিচালনা করে চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এই ঘটনায় স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার, সহযোগী আব্দুল লতিফ এবং গোলাম রসুলের নামে নিরাপদ খাদ্য আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। 

স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ সোমবার দুপুরে বিচারক আব্দুর রহমান সরকার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকারকে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। অপর দুই সহযোগী আব্দুল লতিফ ও গোলাম রসুলকে ৩ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। 

পরে আসামীদেরকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এএইচ/