রাবির দুই হলে বঙ্গবন্ধু কর্ণার, উদ্বোধন ১৭ মার্চ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪১ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
আগামী ১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি ও জাতীয় শিশু দিবস। ইতিমধ্যেই দিবসটি উদযাপনে সরকারের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ দিনটিকে আরো স্মরনীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মসূচির মধ্যে রয়েছে, ১৭ মার্চ (বুধবার) সকাল পৌনে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন হল, শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠন। পরবর্তীতে সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে আরও আছে, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট এবং শেখ রাসেল মডেল স্কুল শিক্ষার্থীদের জন্য শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পৃথক অনলাইন কুইজ প্রতিযোগিতা। একই সময়ে রাবি স্কুল শিক্ষার্থীদের জন্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় এবং বিকেল ৫টায় যথাক্রমে রহমতুন্নেসা হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হবে এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
এরপর সন্ধ্যা ৭টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ৭ মার্চের রচনা ও ১৭ মার্চের কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ এর পুরস্কার বিতরণ ও জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কেআই//