ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শাবি শিক্ষক সমিতির সভাপতি তুলসী, সম্পাদক মহিবুল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১৫ মার্চ) সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জায়েদা শারমিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

অধ্যাপক ড. তুলসী কুমার দাস সর্বমোট ১৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী ড. মো. রাশেদ তালুকদার ১৫৮ ভোট ও ড. মো. সাজেদুল করিম ৬৫ ভোট পেয়েছেন। অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম ২০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দী মো. ইসরাত ইবনে ইসমাঈল ১৫১ ভোট ও ড. শাহ মো. আতিকুল হক ৬৭ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ীদের মধ্যে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান (১৬৮ ভোট), কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার (১৮৫ ভোট), যুগ্ম সম্পাদক পদে আইআইসিটির সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির (১৯১ ভোট)।

এছাড়া ছয়টি সদস্য পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ (২১১ ভোট), অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম (২০০ ভোট), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী (১৮৯ ভোট), সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম (১৮৭ ভোট), বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব (১৭১ ভোট) ও আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান (১৭১ ভোট) নির্বাচিত হয়েছেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫০ জন। নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে ১১টি পদের বিপরীতে আওয়ামী পন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে ১০ জন বিজয়ী হয়েছেন।
 
আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে ১ জন ‘সদস্য’ পদে নির্বাচিত হন। অপরদিকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে কেউ-ই জয়লাভ করতে পারেননি।
কেআই//