ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বিজিএমইএ’র নির্বাচনে সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৬:২৭ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

বিজিএমইএ এর নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থীরা

বিজিএমইএ এর নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থীরা

‘অর্জনে আপোষহীন, সংকটে সহযোদ্ধা’ এই শ্লোগানকে ধারণ করে বিজিএমইএ এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে (২০২১-২০২৩) ‘সম্মিলিত পরিষদ’ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে কোভিড-১৯ মোকাবেলা ও শিল্প পুনরুদ্ধার, ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্পের উন্নয়ন, নতুন বাজার তৈরি এবং ব্যাংকিং নীতিমালা সংস্কারসহ ৮১টি পরিকল্পনা তুলে ধরা হয়।    

মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সম্মিলিত পরিষদের প্যানেল নেতা ফারুক হাসান আগামী দিনের এসব পরিকল্পনা তুলে ধরেন।

ফারুক হাসান বলেন, যদি আমরা নির্বাচিত হতে পারি, সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কার্যকরী আলোচনার ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন এলডিসি গ্রাজুয়েশনের পরেও কমপক্ষে ২০৩১ সাল পর্যন্ত শুল্কমুক্ত পণ্য রপ্তানী সুবিধা অব্যাহত রাখা যায়।

তিনি বলেন, নতুন বাজারে পোষাক রপ্তনির জন্য প্রণোদনা চার শতাংশ থেকে পাঁচ শতাংশে উন্নীত করবো। পৃথিবীর বিভিন্ন দেশে রোড শো’র আয়োজন- দক্ষিণ কোরিয়া, জাপান, ল্যাটিন আমেরিকা, ভারতসহ সম্ভাবনাময় নতুন বাজারগুলোতে রোড শো আয়োজন এবং গুরুত্বপূর্ণ মেলাগুলোতে বিজিএমইএ সদস্যদের অংশগ্রহন নিশ্চিত করা হবে।

ফারুক হাসান ইশতেহারে তুলে ধরে বলেন, আগামীর দিন হলো প্রযুক্তির। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারখানাগুলোর দক্ষতা ও শ্রমিকদের কর্ম দক্ষতা বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ও নীতি নির্ধারণ করা, যেন চতুর্থ শিল্প বিপ্লবকে ত্বরাণ্বিত করা সম্ভব হয়। বিজিএমইএ এর সদস্যদের অনলাইনে পোষাক বিক্রির দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে আমাজন, জালান্দসহ বিশ্বের জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফরমের সঙ্গে বিজিএমইএ এর চুক্তি সম্পাদন করা হবে।

তিনি আরও যোগ করেন যে তারা এশীয় অঞ্চলের টেকসই টেক্সটাইলকে (স্টার) ফরোয়ার্ড করবেন। তারা যুক্তরাষ্ট্রের বাজারে পোষাক শিল্পের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আদায়ের লক্ষ্যে শক্তিশালী লবিস্ট নিয়োগের উদ্যোগ গ্রহণ করবেন।

প্যানেল নেতা আরও বলেন, পণ্য আনলোডিং এবং অডিট কার্যক্রম সহ রফতানির সমস্ত জটিলতা দূর করবেন। এছাড়াও, ট্যাক্স হ্রাস করার জন্য ভ্যাট এবং কর নীতিগুলি সংস্কার করা হবে। শ্রমিকদের স্বার্থে শ্রম আইন সংস্কার করব এবং নেতাদের সাথে যোগাযোগের উন্নতি করব।

তিনি ঘোষণা করেন, সরকার অনুমোদিত লিকুইডেটর এজেন্ট নিয়োগের ব্যবস্থা করাসহ অর্থঋণ আদালতে মামলা নিষ্পত্তির সময়সীমা তিন মাসের মধ্যে নির্ধারণের ব্যবস্থা করা হবে। সরকারের সাথে এফবিসিসিআই, বিকেএমইএসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে একটি বাস্তবসম্মত কমিটি করে কাজ করা হবে। গঠন করা হবে মালিক কল্যাণ তহবিল।

ফারুক হাসান আরও বলেছিলেন যে ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ১৮ মাস থেকে বৃদ্ধি ও কিস্তির আকার ছোট করার জন্য সরকারকে প্রস্তাব দেবেন।

সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, এমপি; ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও ঢাকা -১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

এসি