ব্যারিস্টার মওদুদের রিভিউ আবেদন খারিজ
প্রকাশিত : ০১:১৮ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি সংক্রান্ত মামলায় করা রিভিউ আবেদন কিছু পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ’ আদেশ দেন। এই আদেশের ফলে মওদুদ আহমদকে এই বাড়ি ছাড়তে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে, মওদুদ আহমদ বলেছেন, রিভিউ খারিজ হলেও এই বাড়ি তিনি ছাড়বেন না। কারণ আদালত এই বাড়ির স্বত্ব সরকারকে দেয়নি। যদি সরকার বাড়ি ছাড়তে বলে তাহলে আইনগত লড়াই চালিয়ে যাবেন তিনি। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ আহমেদ ও তার ভাই মনজুরের বিরুদ্ধে মামলা হয়।