ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ম্যারাথন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ শতাধিক দৌঁড়বিদের অংশগ্রহনে হাফ ম্যারাথন শুরু হয়েছে। বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে উপজেলা পরিষদের মাঠে উপস্থিত হয়। 

কুমিল্লাস্থ আখাউড়া ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে উপজেলার মাঠে সকাল ছয়টায় ম্যারাথন উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল।

এসময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ। 

এতে দু’টি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেয়। দেশের বিভিন্ন জেলা থেকে ২০ বছর বয়সী থেকে শুরু করে ৬১ বছর বয়সীরাও অংশ নেন এ হাফ ম্যারাথনে। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করছিল।
কেআই//