ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

চীনের অবস্থানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের অবস্থানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারে আগের অবস্থানে থাকবে ট্রাম্প প্রশাসন।
শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস সাংবাদিকদের এ’কথা জানান। তিনি বলেন, চীনের সাম্প্রতিক কর্মকান্ডে যুক্তরাষ্ট্র সন্তষ্ট। তবে, দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর সমালোচনা করেন ম্যাটিস। এদিকে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগের অবস্থানে অনড় রয়েছেন। ওয়াশিংটন শক্রুতাপূর্ণ আচরণ বন্ধ না করলে, ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চলতে থাকবে বলে জানান তিনি।