কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে কক্সবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের প্রতিষ্ঠান অরুণোদয় স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
এতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার জিললুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীসহ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেককাটা হয়। এরপর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলার সকল সরকারি হাসপাতাল এবং কারাগারসহ ছিন্নমূল শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
কেআই//