ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতিহাস গড়ে শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। এর আগে কোন ক্লাব টানা দ্বিতীয় শিরোপা জেতেনি। আর জোড়া গোলের সুবাদে সব ধরনের প্রতিযোগিতায় ছয়শ’ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ স্ট্রাইকার রোনালদো।
স্প্যানিশ লা লিগার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তুললো রিয়াল মাদ্রিদ।
কার্ডিফে ফাইনালের আগে ১২ ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছিলো ইতালির চ্যাম্পিয়ন জুভেন্তাস। এ কারণে আত্মবিশ্বাসও ছিলো তুঙ্গে। কিন্তু, ম্যাচের ২০ মিনিটেই রোনালদো গোল করে রিয়ালকে এগিয়ে দেন। অবশ্য ৭ মিনিট পরই মানজুকিচের গোলে ১-১ এ সমতা এনে বিরতিতে যায় জুভেন্তাস।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় জিদানের শিষ্যরা। ৬১ মিনিটে কাসেমিরোর গোলে ২-১ এ লিড নেয় রিয়াল। এর ৩ মিনিট পর ইতিহাস গড়া গোল করেন রোনালদো। আর শেষ মুহূর্তে মার্কো আসেনসিও গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিশ্চিত করে ইতিহাস গড়ে রিয়েল মাদ্রিদ।
এ’ ম্যাচে ব্যক্তিগত অর্জনও কম নয়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনটি ফাইনালে গোল করে দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড বুকে নাম লেখান তিনি। এছাড়া, সব ধরনের প্রতিযোগিতায় একমাত্র ফুটবলার হিসেবে ৬০০ গোলের মাইলফলক স্পর্ষ করেছেন রোনালদো।