ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আগামীকাল দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারনী ম্যাচে কাল দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্র“প। অপর শিরোপা প্রত্যাশী আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল।
সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। গাজী গ্র“প টাই করলেই শিরোপা ঘরে তুলবে। আর জিতলেতো কথাই নেই। এরই মধ্যে ১৫ খেলা থেকে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারাই। অবশ্য আবাহনী ও প্রাইম দোলেশ্বর ২২ পয়েন্ট করে নিয়ে ঘারে নিঃস্বাস ফেলছে গাজীর। আবাহনী জিতলে এবং গাজী হারলে এ তিন দলের পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে রান রেটে নির্ধারণ হবে শিরোপার। পাশাপাশি এ দিন গুরুত্বহীন ম্যাচে মোহামেডান খেলবে শেখ জামালের বিপক্ষে।