টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৬ এএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার
তামিম ইকবাল খান
ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক জানান, টি-টোয়েন্টি সিরিজে না খেলার সিদ্ধান্তটি ইতোমধ্যে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে জানিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজে কেন খেলবেন না, সেই কারণের বিস্তারিত ব্যাখ্যা দেননি তামিম। তবে তিনি জানান, নিউজিল্যান্ডে আসার আগেই তার সিদ্ধান্তটি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন।
তামিম বলেন, ‘নিউজিল্যান্ডে আসার আগেই আমি এমন সিদ্বান্ত নিয়েছিলাম। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকবো না বলে প্রধান কোচ এবং প্রধান নির্বাচককে জানিয়েছিলাম। দলের জন্য আমার শুভকামনা থাকলো। যখন কোচ বললেন, এখানে টি-টোয়েন্টিসহ আমাদের ভালো করার সুযোগ রয়েছে।’
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। ইতোমধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ।
এদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। তাই সাকিবের সাথে তামিমের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা বলেই মানছেন সবাই।
জাতীয় দলের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। বর্তমানে এই ফরম্যাটে দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। এই ফরম্যাটে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তামিম। পাশাপাশি আটটি হাফ-সেঞ্চুরিও রয়েছে তার।
গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইটি বাংলাদেশের প্রথম প্রস্তুতির সিরিজ।
চলতি বছর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।
এনএস/