ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে `ডুব’

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর বসতে যাচ্ছে আগামী ২৯ জুন। মোট আটটি দেশ থেকে ১১টি ছবি এ উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটিও দেখানো হবে।

যে আটটি দেশের ছবি মস্কো উৎসবের জন্য নির্বাচিত হয়েছে সেগুলো হলো বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, রাশিয়া, জার্মানি, স্পেন ও আর্জেন্টিনা

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, ‘জাজ মাল্টিমিডিয়া গর্বের সাথে ঘোষণা করছে, ঐতিহ্যবাহী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব!  আমরা সব সময়ই বলেছি, বাংলাদেশের সিনেমাকে নিয়ে বহুদূর যেতেই আমরা এসেছি। ইনশাল্লাহ আপনাদের সবার সমর্থন নিয়ে বাংলাদেশকে নিয়ে আরো বহুদূর যাব। ২৯ জুন মস্কোতে রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। হাজার হাজার ছবির মধ্য থেকে ১১টা ছবি নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতায়। বাংলাদেশ, ভারত, রাশিয়া, জার্মানি, কোরিয়া, চীন, স্পেন, আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছে ছবিগুলো!  অভিনন্দন পুরো ডুব বাহিনীকে!  আশা করি, দ্রুত বাংলাদেশের দর্শকদের সামনে ছবিটা হাজির করা হবে।  বাংলাদেশি ছবির অগ্রযাত্রা কোনো শক্তিই থামাতে পারবে না।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘ডুব’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্র ও বলিউডের ইরফান খান। ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। এ ছাড়া ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।