বাংলাদেশকে পাঁচশ’ মিলিয়ন মার্কিন ডলার দিবে বিশ্ব ব্যাংক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার
কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৫শ’ মিলিয়ন মার্কিন ডলার দিবে। বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ কোভিড পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে বাংলাদেশকে পাঁচশ’ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জরুরি সহায়তা হিসাবে অতিরিক্ত এই অর্থায়ন সরকারের ভাকসিন ক্রয়ে সহায়তা করবে। প্রথম ধাপ ভ্যাকসিন প্রদানে ৪০ শতাংশ জনগনের জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনার সমর্থনে দেশের জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ লোককে ভ্যাকসিনের আওতায় আনতে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সংগ্রহ করতে সহায়তা করবে। আজ বিশ্ব ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বাংলাদেশ ও ভুটান বিষয়ক বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মেরসি থেম্বুন বলেন, বাংলাদেশ ‘কোভিড-১৯ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ হিসাবে একটি জাতীয় টিকাদান কর্মসূচি গ্রহন করেছে। এই কর্মসূচী বাস্তবায়নে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘এই অর্থায়ন বাংলাদেশের এক-তৃতীয়াংশ জনগণকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।’
আরকে//