ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সম্য সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে আশা জাগিয়েও হারলেও আরেক শক্ত প্রতিপক্ষ অজিদের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে মাশরাফির দল। অন্যদিকে, শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছেনা অস্ট্রেলিয়াও।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত ব্যাটিংয়ে তিন শতাধিক রান করেছিল বাংলাদেশ। এমন দারুন ব্যাটিং প্রদর্শনীর পর ইংলিশদের বিপক্ষে জয়ের আশায় বসতি বেঁধেছিল ক্রিকেট সমর্থকরা। তবে, বাজে বোলিংয়ে জয় হাতছাড়া হয় সাকিব-তামিমদের। এবারের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল অস্ট্রেলিয়া। শক্তিতে অজিদের তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশ। এরপরও সেমিতে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে অজিদের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছেনা বদলে যাওয়া মাশরাফি বাহিনী। এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বরাবরই ফেভারিট। এবারও শিরোপা জয়ের মিশন নিয়ে ইংল্যান্ড পা রাখে অজিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হলে কিছুটা ব্যাকফুটে স্মিথের দল। সম্প্রতি দারুন পারফরমেন্সে আলোচিত বাংলাদেশের প্রতি সমীহ অজিদের। এরপরও তরুণ আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে টাইগারদের বিপক্ষে জয়ে চোখ অস্ট্রেলিয়ার।
ওয়ানডেতে এর আগে দুই দলের ১৯ মোকাবেলায়  এগিয়ে অস্ট্রেলিয়া। অজিদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র ১টি ম্যাচে, সেটিও এই ব্রিটিশদের মাটিতেই।