ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৬:০২ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার

দরিদ্র ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নসহ ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, চট্টগ্রামে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
নগরীর দেব পাহাড় সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ১১৯ জন প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি ও ৪৫ জনকে বয়স্ক ভাতার চেক বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, ইতোমধ্যে বর্তমান সরকার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দলিত ও হরিজন ভাতাসহ বিভিন্ন কার্যক্রম চালুর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আগামীতে এসব ভাতার পরিমান আরো বৃদ্ধি করা হবে বলে জানানো হয়।