নতুন ভ্যাট আইন বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ
প্রকাশিত : ০৬:২০ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৬:২৯ পিএম, ৪ জুন ২০১৭ রবিবার
প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
সকালে জাতীয় ক্রিড়া পরিষদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্বের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান। মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ মোবাবেলায় ঢাকা কমিশনারেটসহ বাংলাদেশের অন্যান্য কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ড বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে বলেও জানান তিনি। আলোচনায় ৩০ জুনের মধ্যে অনলাইনে ভ্যাট নিবন্ধন, ভ্যাট স্মার্ট হিসেবে ভোক্তার মানষিকতা তৈরীসহ বিভিন্ন চ্যলেঞ্জের কথা বলেন বক্তরা।