ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

লন্ডনে হামলায় আইএসের দায় স্বীকার

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৩:২৩ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার

লন্ডনে হামলার দায় স্বীকার করেছে আইএস। নিহত একজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
লন্ডন ব্রিজ, পার্শ্ববর্তী বরো মার্কেট এবং ভক্সহল এলাকায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন আইএস। এদিকে হামলায় নিহত একজনের নাম প্রকাশ করেছে পুলিশ। নিহত ক্রিসি আর্চিবল্ট নামের ওই নারী কানাডার নাগরিক। অন্যদিকে আহতদের মাঝে ২১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মাঝে নির্বাচনী প্রচার বন্ধ রেখেছে অধিকাংশ রাজনৈতিক দল। এর আগে যুক্তরাজ্যের সন্ত্রাস কৌশল পর্যালোচনা করার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।