ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গাজীপুরে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

সারাদেশে দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার সকালে কার্যালয়ের সামনের সড়কে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।। 

এ সময় আশেপাশের চারটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসচেতনভাবে চলাফেরা করা ও মাস্ক ব্যবহার না করার কারণে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে জরিমানা করা হয়। 

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, জনগনকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এএইচ/এসএ/