ব্যাংক এশিয়া শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির নতুন নেতৃত্ব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার
ব্যাংক এশিয়া শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক ব্যাংকার মোঃ ফরিদউদ্দীন আহমাদ এবং সদস্য-সচিব মনোনীত হয়েছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ দায়িত্ব অর্পণ করা হয়।
সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ইসি চেয়ারম্যান রুমি এ হোসেন, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ মুফতী শাহেদ রহমানী, মুফতী মোঃ আব্দুল মান্নান, মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হোসাইন খান, ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী, ইসলামিক ব্যাংকিং-এর প্রধান (চলতি দায়িত্ব) ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম মীজানুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানি সচিব এস এম আনিসুজ্জামান, আইসিসিডি প্রধান মোঃ আমিনুল ইসলাম মিন্টু, অডিট প্রধান মোঃ সাইদুল ইসলাম এবং শরীয়াহ্ ইউনিটের প্রধান মুহম্মদ মুনীরুল হক।
আরকে//