ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

যমুনার বিস্তীর্ণ চরে বাদাম চাষ

প্রকাশিত : ০২:০১ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার

যমুনার বিস্তীর্ণ চরে বাদাম চাষ করে হাসি ফুটেছে টাঙ্গাইলের কৃষকের মুখে। বিঘা প্রতি খরচ মাত্র এক হাজার টাকা; আর ফলন আসছে প্রায় দশ হাজার টাকার। আরো লাভবান হতে কৃষি বিভাগের সহযোগিতা ও সরকারি ঋণ সহায়তা চান কৃষকেরা। এদিকে, চাষীদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
ধু-ধু বালুচরে সবুজের সমারোহ। টাঙ্গাইল জেলার মধ্যে যমুনা ও ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে এখন বাদামের ক্ষেত।
বর্ষায় পানিতে তলিয়ে যায় যমুনার নিচু চরাঞ্চল। তবে কিছু সময়ের জন্য জেগে ওঠা এসব চরে বাদাম চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। বিঘা প্রতি খরচ পড়ছে মাত্র এক হাজার টাকা। সরকারি সহযোগিতা পেলে আরো লাভবান হতে পারবেন বলে মনে করছেন কৃষকরা।
এবার জেলার চরাঞ্চলের ২ হাজার ১৮ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। যা থেকে এ মৌসুমে ৩ হাজার ৩০ মেট্রিক টন বাদাম ফলনের আশা কৃষি বিভাগের।
যমুনা ও ধলেশ্বরীর নিচু এ চরাঞ্চলে বাদাম চাষে সরকারি ভাবে বীজ ও সার সরবরাহের দাবি জানিয়েছেন চরাঞ্চলের প্রান্তিক কৃষকেরা।