ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

মৌলভীবাজারে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে শতাধিতক গ্রাম প্লাবিত

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৩:২৫ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার

মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত মনু ও ধলই নদীর ৬টি স্থানে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে শতাধিতক গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে, শ্রীমঙ্গলের কয়েকটি পাহাড়ী ছড়ার পাড় ভেঙ্গে সহস্রাধিক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। বড়লেখায় পানিতে ডুবে মারা গেছে ৬ বছরের এক শিশু।
উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে ভেঙ্গে গেছে মনু ও ধলই নদীর প্রতিরক্ষা বাঁধ।
এতে শরিফপুর, হাজিপুর ও কামারচাক ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাড়ি ঘরের পাশাপাশি তলিয়ে গেছে ফসল ও সবজী বাগান। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আদমপুর-কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের যাগাযোগ ব্যবস্থা।
পানিবন্দী মানুষকে সহায়তা দিতে এরইমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। আর পানি নামলেই বাঁধগুলো মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে পাহাড়ী ছড়ার পাড় ভেঙ্গে শ্রীমঙ্গলের সহস্রাধিক বাড়িঘরে পানি ঢুকে ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। বড়লেখায় পাহাড়ী ঢলের পানিতে ডুবে মারা গেছে মুছেগুল গ্রামের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী।