বই নিজে পড়ে অন্যদেরও পড়ায় উদ্বুদ্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে বই পড়ার কোন বিকল্প নেই। বই মানুষের জ্ঞানের দরজা খুলে দেয় উল্লেখ করে তিনি বলেন, নিজে বই পড়তে হবে এবং অন্যদেরও বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। জ্ঞান অর্জনে বই পড়ার কোনো বিকল্প নাই।
মো. শাহাব উদ্দীন আজ বৃহস্পতিবার রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বড়লেখা নজরুল একাডেমির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বর্তমান প্রজন্ম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে বই পড়া ভুলতে বসেছে উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, ফেসবুক বইয়ের বিকল্প নয়। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে অবশ্যই বই পড়তে হবে।
বর্তমান প্রজন্মকে আবার বই পড়ার দিকে ফিরিয়ে আনতে বই মেলায় নিয়ে আসার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক জুনেদ রায়হান রিপন।
এসি