ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ডে মামলার তদন্ত ১বছরেও শেষ হয়নি

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার

চট্টগ্রামে বহুল আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের এক বছর পার হয়েছে আজ। তবে, এখনো শেষ হয়নি মামলার তদন্ত। উদঘাটিত হয়নি হত্যা রহস্য। তদন্ত কর্মকর্তার দাবি, মামলার প্রধান সন্দেহভাজন মুসাকে গ্রেপ্তার করতে পারলে, হত্যার প্রকৃত কারণ জানা যাবে। যদিও আগামী মাসেই চার্জশিট দেয়ার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার।
কখনো স্বজনদের জিজ্ঞাসাবাদ, আবার কখনো মামলার প্রধান সন্দেহভাজন মুসাকে গ্রেপ্তারের চেষ্টা। এ’সব নিয়েই চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এক বছর পার করেছে পুলিশ।
এখনো জানা যায়নি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা নির্দেশদাতার নাম। মুসার সন্ধান দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণার পরও গ্রেপ্তার করা যায়নি হত্যাকাণ্ডের এই মূল সন্দেহভাজনকে। এ’ কারণেই মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই বলে জানান তদন্ত কর্মকর্তা।
এ’ ঘটনায় আট আসামীর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রাশেদ ও নবী নামের দুই ব্যক্তি রাঙ্গুনিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়া, হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত মুসা এবং কালু যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
বাকি আসামীদের গ্রেপ্তার করা না গেলেও, আগামী মাসের মধ্যে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
গত বছরের ৫ জুন সকালে সন্তানকে স্কুলে দিতে গিয়ে নৃশংসভাবে খুন হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।