বঙ্গবন্ধু অনলাইন প্রোগ্রামিং কনটেষ্টের ওয়েবসাইট উদ্ধোধন
রাবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৬ মার্চ ২০২১ শুক্রবার
মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ডিভিশনাল প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করেছে।
আজ ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে এই অনলাইন প্রোগ্রামিং কন্টেষ্টের ওয়েব সাইটের শুভ উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ প্রদানেন্দু বিকাশ চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অঞ্জন কুমার চাকমা (রেজিষ্ট্রার), প্রোগ্রামিং কনটেস্ট এর আহবায়ক জনাব জুয়েল সিকদার (সহকারী অধ্যাপক সি এস ই বিভাগ), সজীব ত্রিপুরা (সহকারী অধ্যাপক সি এস ই বিভাগ), তানজিম মাহমুদ (সহকারী অধ্যাপক সি এস ই বিভাগ), মোঃ মাঈনুদ্দিন (প্রভাষক সি এস ই বিভাগ)।
আগামী পহেলা এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনলাইন রেজিষ্ট্রেশনের সময় ধার্য করা হতে পারে বলে জানিয়েছে আয়োজক কমিটি। এই উপলক্ষে অনলাইন প্রোগ্রামিং কন্টেষ্টের চট্টগ্রামের মোট ২২টি (সরকারি ও বেসরকারি) বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে চিঠি দিয়েছে রাবিপ্রবির সিএস ই বিভাগ।
ট্যাকনিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। প্রথম বারের মতো বড় পরিসরে প্রোগ্রামিং কন্টেষ্ট আয়োজনে রাবিপ্রবির সি এস ই বিভাগ নিয়েছে বহুমুখি কর্মসূচি। পুরো আয়োজনকে সাফল্যমন্ডিত করতে পারলেই বড় ধরণের মাইল ফলক অতিক্রম করবে রাবিপ্রবির সি এস ই বিভাগ।
আরকে//