ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আসছে পাকিস্তান, দল ও সূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১২ এপ্রিল বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

জানা গেছে, ১২ এপ্রিল বাংলাদেশে পৌঁছেই কোয়ারেন্টাইনে থাকবে পাকিস্তান ক্রিকেট দল। কোয়ারেন্টাইন পর্ব শেষ করেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। মূল লড়াই শুরু হবে চার দিনের ম্যাচ দিয়ে।

আগামী ১৯ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটি। একমাত্র চারদিনের ম্যাচ শেষ হলে আগামী ২৬ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। ২৮ ও ৩০ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে।

তবে বাকি থাকা দুটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ৫ মে সিরিজ শেষ করে পরেরদিনই বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল:
আব্বাস আলী, আব্দুল ফাসিহ, আব্দুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ, কাসিম আকরাম ও রিজওয়ান মেহমুদ,  হাসিবউল্লাহ, রাজা-উল-মোস্তফা, আলিয়ান মেহমুদ, আলি আফসান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলী, মুনিব ওয়াসিফ, তাহির হুসাইন, জিশান জামির।

পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সূচি:

এপ্রিল ১৯-২২ : একমাত্র চারদিনের ম্যাচ

এপ্রিল ২৬ – ১ম ওয়ানডে, সিলেট

এপ্রিল ২৮ – ২য় ওয়ানডে, সিলেট

এপ্রিল ৩০ – ৩য় ওয়ানডে, সিলেট

৩ মে – ৪র্থ ওয়ানডে, মিরপুর

৫ মে – ৫ম ওয়ানডে, মিরপুর

এনএস/