ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

রাজধানীতে বাহারী খাদ্যপণ্যে সাজানো ইফতারির দোকান

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৭:১০ পিএম, ৫ জুন ২০১৭ সোমবার

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় বাহারী খাদ্যপণ্যে সাজানো হয়েছে বেশ কিছু ইফতারির দোকান। পছন্দের ইফতার পণ্য পাওয়ায় ক্রেতারা যেমন খুশি, তেমনি বিক্রি ভালো হওয়ায় সন্তষ্ট বিক্রেতারাও। তবে, রমজানের নবম দিনে বৃষ্টির কারণে বেচাকেনায় কিছুটা ছেদ পড়েছে বলে জানালেন তারা।
রমজানের নবম দিনে সকাল থেকেই মেঘলা রাজধানীর আকাশ। কখনো কখনো ঘনকালো মেঘের সাথে হয়েছে বৃষ্টি। তবে, এর মধ্যেও থেমে থাকেনি রসনা বিলাসের আয়োজন।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম এভিনিউ’র হোটেল সুপার স্টারের আয়োজন চোখে পড়ার মতো। ৪০টি আইটেমের মধ্যে কাবাবের প্রাধান্যই বেশী। ক্রেতারা ঝুঁকছেন খাশির লেগরোষ্ট ও কাবাবের দিকে।
পেঁয়াজু, বেগুনি, ডিম ও চিকেন চপ, বিফ স্টিক, শামি কাবাব, রেশমি কাবাব, সুতিকাবাব, হালিম, কাটলেট সহ বাহারি ইফতার কেনা-বেচায় ব্যস্ত এই এলাকার ক্রেতা-বিক্রেতারা।
তবে, বৃষ্টির কারণে অন্যদিনের তুলনায় সোমবার বিক্রি কিছুটা কম হয়েছে বলে জানান দোকানিরা।