ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার

সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। দলের সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণদের চ্যালেঞ্জ নিতে বলছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে নেপিয়ারে পৌঁছেছে টিম বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে টাইগারদের।

প্রথম ম্যাচে হারলেও বেশকিছু সুযোগ তৈরি হয়েছিল বলে মনে করেন মাহমুদউল্লাহ রিয়াল। তবে, দল সেগুলো কাজে লাগাতে পারেনি। এমন পরিস্থিতিতে তরুণদের প্রতি দায়িত্ব বুঝে নেয়ার পরামর্শ দিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

অধিনায়ক বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ব্যাটিং-বোলিংয়ের ভুলগুলো যদি শুধরে নিতে পারি, তাহলে আমরা যে কোন টিমকে হারাতে পারবো। সেটা আমাদের বিশ্বাস।

এদিকে, দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু নেপিয়ারে যাওয়ার পথে নিজের অভিষেক ম্যাচের অভিজ্ঞতার কথা বললেন নাসুম আহমেদ। ক্যারিয়ারের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি।

স্পিনার নাসুম আহমেদ বলেন, ডেব্যু ম্যাচে বোলিংটা যেরকম শুরু করার কথা সেরকম হয়নি। তারপরও ভালোই লাগছে, আরেকটু ভালো হতে পারতো।

কাঁধের ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচেও খেলবেন না তিনি। অনিশ্চিত শেষ ম্যাচেও। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/