বড় টার্গেটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫২ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার
নেপিয়ারে ১২ ওভার ২ বল খেলার পরেই নামে বেরসিক বৃষ্টি। এরপরেই মাঠ ছেড়ে উঠে যান ক্রিকেটাররা। তার আগে ইয়ংকে সাজঘরে পাঠালেন মেহেদি। তখন নিউজিল্যান্ডের ছিল সংগ্রহ ১০২ রান। খেলায় ফেরার পর মার্ক চাপম্যানকে ফেরান মেহেদি। নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন।
এর আগে মাহেদী হাসানের অফের লেংথ বলে সুইপ করতে গিয়ে আউট হন উইল ইয়ং। বল ধরে স্ট্যাম্প ভাঙতে ভুল করেননি উইউকেটরক্ষক লিটন দাস। ফেরার আগে ১ ছয়ে ১৭ বলে ১৪ রান করেন ইয়ং।
ইয়ংয়ের আগে ডেভন কনওয়েকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। ডিপ স্কয়ারে মোহাম্মদ মিথুনের হাতে ধরা পরে ফেরেন কনওয়ে। তার আগে এই মারমুখী ব্যাটসম্যান করে যান ২ চারে ৯ বলে ১৫ রান।
শুরুতে চার-ছয়ে ব্যাটে ঝড় তুলতে যাচ্ছিল গাপটিল-ফিন অ্যালেন। কিন্তু এই ঝড়কে দীর্ঘায়িত করতে দেননি মুস্তাফিজের জায়গায় সুযোগ পাওয়া তাসকিন আহমেদ। অ্যালেনের উইকেট তুলে নিয়ে জুটি ভাঙ্গেন এই পেসার। ১ ছয় ২ চারে ১০ বলে ১৭ রান করেন যান ফিন অ্যালেন।
ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই ৬ হজম করেন তাসকিন। এর পরের বলে অ্যালেনের সহজ ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঝে গাপটিলের কাছে আরেকটি ছয় হজম করলেও শেষ বলে অ্যালেনকে ফেরান এই ডানহাতি পেসার। স্কয়ার লেগে এবার মোহাম্মদ নাঈমের হাতে ধরা পরে মাঠ ছাড়েন অ্যালেন।
অপর ওপেনার গাপটিলকে ফেরান সাইফউদ্দিন। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বল তাসকিনের ক্যাচ বানান টাইগার পেসার। গাপটিলের শট বাঁ হাতে তালুবন্দি করেন তাসকিন। এমন ক্যাচে নির্বাক গাপটিল, তবে ফেরার আগে ১৮ বলে ২১ রান করেন কিউই ওপেনার।
নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে বোলিং করেছিল বাংলাদেশ। সেদিন নিউজিল্যান্ড দাঁড় করিয়েছিল ২১০ রানের বিশাল সংগ্রহ। তবুও আজ তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
নিউ জিল্যান্ড একাদশ :
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট, অ্যাডাম মিলন।
এএইচ/এসএ/