চাকরি হারাচ্ছেন আইসিসি সিইও মানু সাহনি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র প্রধান নির্বাহী মানু সাহনিকে হঠাৎ করে মার্চের দ্বিতীয় সপ্তাহে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এবার তিনি তার পদই হারাতে যাচ্ছেন। আইসিসির গভর্নিং বডির টেলিকনফারেন্স মিটিংয়ের পর সাহনিকে তার পদ ছাড়তে বলা হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
সাহনির বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ উঠে। এই অভিযোগে নিরীক্ষা সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্সের (পিডাব্লিউসি) তদন্তের পর ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
সিঙ্গাপুরে তার আগের কর্মস্থলেও এমন অভিযোগ শোনা গিয়েছিল। দুবাইয়ে আইসিসির কার্যালয়ের ৯০ শতাংশের বেশি কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তদন্তে উঠে এসেছে।
আইসিসিতে সাহনির বর্তমান মেয়াদের বাকি আছে এক বছরের কিছু বেশি। ২০১৯ সালে ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন তিনি। সেই সময় শশাঙ্ক মনোহর ছিলেন বিশ্ব ক্রিকেট সংস্থার সভাপতি।
এর আগে সিঙ্গাপুর স্পোর্টস হাবে কাজ করেছেন সাহনি। তারও আগে সিঙ্গাপুরে ইএসপিএন স্টার স্পোর্টসের প্রধান ছিলেন ১৭ বছর।
এএইচ/এসএ/