আফগানিস্তানকে হোয়াইটহোয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৩৫ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটহোয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ।
আফগানিস্তানের দেয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্যামুয়েলসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখেই জয় পায় বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা। ৬৬ বলের মোকাবেলায় ৩টি ছক্কা ও ৯টি চারে ৮৯ রানে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। ্এছাড়া, জেসন মোহাম্মদ অপরাজিত থাকেন ২৩ রানে। এরআগে, টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বে্চ্চা ৩৮ রান করেন মোহাম্মদ নবী ও নুর আলী জাদরান করেন ৩৫ রান। ক্যারিবীয়দের হয়ে ৩টি উইকেট পেয়েছেন কেসরিক উইলিয়ামস।