মোংলায় মেট্রোরেলের যন্ত্রাংশ খালাস শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার | আপডেট: ০৯:৫৭ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
প্রথমবারের মতো মোংলা বন্দরে মেট্রোরেলের যন্ত্রাংশ খালাস শুরু হয়েছে। বন্দর জেটির ৭ নম্বর জেটিতে বুধবার সন্ধ্যা ৬টায় থাইল্যান্ড পতাকাবাহী জাহাজে আসা মেট্রোরেলের ৬টি বগি খালাস প্রক্রিয়া শুরু হয়। জাপানের কাওয়াসাতি হ্যাভি ইন্ড্রাষ্ট্রি থেকে উৎপাদিত এই যন্ত্রাংশ সেখানকার কোবে বন্দর থেকে আসা এই বগি নদী পথে যাবে উত্তরার দিয়াবাড়ী।
মেট্রোরেলের এসব যন্ত্রপাতিবাহী বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট ষ্টীমশিপ কোম্পানি লি. এর মহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি এসময় আরও বলেন, বিদেশি আরও ২৪টি জাহাজে করে ২০২২ সালের মধ্যে ১৪৪টি মেট্রোরেলের কোচ আসবে।
মাংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা বলেন, বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ধীরে ধীরে নানামূখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে দেশি-বিদেশি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে উৎসাহ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মোংলা বন্দরে আজ বুধবার জাপান থেকে এসেছে মেট্রোরেলের প্রথম চালান। মাত্র ১৬ ঘন্টায় মেট্রোরেলের এই যন্ত্রাংশ খালাস হবে বলেও জানান তিনি। এরপরে আরও সেসব মালামাল আসবে সেগুলোও আধুনিক ক্রেন দিয়ে দ্রুত খালাস করার জন্য প্রস্তুত রয়েছেন তারা।
বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে মোংলা বন্দরে গাড়ি, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশসহ মেট্রোরেলের এ মালামাল এখানে খালাস হওয়ায় এটিকে মাইলফলক হিসেবে দেখছেন ব্যবসায়ী। বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন ও এইচ এম দুলাল বলেন, মূল্যবান এসব মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এক সময়ের মৃতপ্রায় মোংলা বন্দর এখন আধুনিকতার শীর্ষে।
চলতি বছরের ডিসেম্বরে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পরীক্ষামূলকভাবে মেট্টোরেল চলাচল শুরু করবে। সেই লক্ষ্যে বুধবার বিদেশ থেকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্টোরেলের ৬টি রেলওয়ে কারের (কোচ) প্রথম চালান।
কেআই//