শেরপুর জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশে করোনা সংক্রমণ বিগত কয়েক মাসের তুলনা হঠাৎ করে বেড়ে যাওয়ায় শেরপুর জেলার সব পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে জেলা প্র্রশাসন। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টায় তার নিজস্ব ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান এবং শহরে মাইকিংয়ের মাধ্যমে এই ঘোষণা প্রচার করা হয়।
জেলা প্রশাসক আনার কলি মাহব্বু জানান, শেরপুর জেলার ডিসি উদ্যান, গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্ক, অর্কিড পর্যটন কেন্দ্রসহ সকল পর্যটন কেন্দ্রের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে পর্যটনকেন্দ্র থাকার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ঘুরতে আসেন। যার ফলে নিরাপদ দূরত্ব না মানাসহ জেলায় করোনা রোগী বাড়ার আশঙ্কা রয়েছে। এই জেলার মানুষদের করোনা থেকে মুক্ত রাখতে এবং সবাইকে সচেতন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএইচ/